শিলালিপি

শিলালিপি

 

শিলালিপি রেখে যাব আমিও।

কবরের পাশাপাশি সংলাপে

পেড়িয়ে যাক আলোকবর্ষ সময়।

নক্ষত্রপুঞ্জের  বুক চিরে

কোনো এক সূর্যতপা সকালে

কর্মব্যস্ত জীবনের কথা স্মরণে-

আবারো জন্ম নেবে ভালোবাসা।

সহস্র নক্ষত্রের জীবাশ্ম মন্থনে উঠে আসা

অমৃত প্রত্যয়ে।

সেদিনের বাণীতে

মানুষ নয়, হয়ত বা অন্যতর অভীপ্সা।

খুঁজে নেবে আমারও শিলালিপিখানি।

 

এ পৃথিবি হয়ত ততটা সূর্যকরোজ্জ্বল নয়।

যতটা ভেবে ছিলেন কবি।

তবু স্বপ্ন সাধ সাধনার ক্রমিক বিন্যাসে

যতজন হয়েছে আহত।

নিহতের যন্ত্রণা বুকে নিয়ে

আমরা যারা এখনো চলেছি অন্তত।

আমাদের পথরেখা ধরে

সেদিনের নক্ষত্রমণ্ডলে সুরে সুরে ফুটবে নাকি

আমারও শিলালিপিখান।

অবিকল অবিরত?

 

(০১/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন