শাহবাগ থেকে ফিরে

শাহবাগ থেকে ফিরে

 

দুটুকরো চুমুর অভিলাষে

মেঘ বৃষ্টি জল ভেঙ্গে দাঁড়িয়ে আছি।

শহর নগরের ধুলোবালি কাঁকরে তুলা মীন বৃশ্চিকের

দংশন সয়েছি।

ভারিবুটের হাড়হিম শব্দে কানের পর্দা ফাটিয়ে

উৎকর্ণ হয়েছি।

আস্তিনে গোটানো গুপ্তঘাতকের অব্যর্থ লক্ষ্যের

সাথে লড়েছি।

শুধু দুটুকরো চুমুর একটুকরো ভালোবাসার সকাল হওয়ার জন্য

হে অনন্ত প্রেম আমাকে শক্তি দাও।

তোমার রাত্রি নিবিড় প্রভাতের উল্লাসের মতো।

তোমার মৃত্যু ঢেউয়ের পিঠে সফেন জীবনের মতো।

তোমার ভুমিকম্পে ধুলিসাৎ উদ্ভিদের প্রকম্পিত শিকড়ের স্বপ্নের মতো।

আমিও রেখে যাবো আমার ভালোবাসার স্বাক্ষর

আঁজলা ভরে---

তরুণ তরুণতর প্রত্যয়।

সুতীব্র আবেগে কয়েক কোটি দৃঢ় মুষ্টিবদ্ধ বিশ্বাস

যেমন শাহবাগ প্রান্তরে।

 

(১৮/০২/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন