শিরোনাম

শিরোনাম

 

প্রাণবন্ত সকালটা সন্তরনের মনে ধরল।

ব্রেকফাস্টের টেবিলে প্রভাতী সংবাদ।

প্রভাতী আলো

আকাশের নীলের সন্তরণে

সন্তরনের কাগজের শিরোনামে।

কচি কলাপাতা রঙের  তোয়ালের নরমে মুখ মুছে

প্রাভাতী আলোয়

সন্তরনের কাঁধে আলতো চাপে এসে দাঁড়ালো আলো...

প্রভাতী সংবাদ থেকে

মুখ তুলল সন্তরন.

আলোর মুখ ডুবল সন্তরনে.

উষ্ণতা নেমে এল

প্রভাতী আলোর চঞ্চলতায়।

ঠাণ্ডা হাওয়া আর সকালের রোদ ওদের সঙ্গে ছিল।

 

শুধু পেপার ওয়েট তখন ব্যস্ত

দৈনিক শিরোনামের রণ রক্ত  রিরংসার

ইতিহাস

উত্তুরে হাওয়ার কবল

থেকে উদ্ধারে.............

 

(১৫/১১/৯০)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন