কাব্য কবিতা এবং

  

কাব্য কবিতা এবং

 

না

সব কবিতাই মূলত আত্মরতি।

তবু কখন কোন পদ হয়ে ওঠে কালের দর্পণ

কোন অনুভবে নোঙর ফেলে শাশ্বত মন

নক্ষত্রের ইশারায় নাকি অবধারিত গতি।

 

ঠিক

সে ঠিকানা অক্ষরবৃত্তে জানেন না কোনো কবি।

শব্দের কিনারায় প্রেম অপ্রেমের দোতারায়

জীবনের বিচ্ছিন্ন সিম্ফনীর ঘুঘু চড়া চরায়

এ কেবল সৃষ্টির সলতে পাকানো টুকরো টুকরো ছবি।

 

হ্যাঁ

ক্যানভাস ভেঙে ভেঙে বিবর্ণ রামধনুর সিঁড়ি-

টপকে টপকে নিজের সঙ্গে মুখোমুখি।

রোজনামচায় অযুত নিযুত ঠোকাঠুকি-

আর অমৃতমন্থনে নীলকন্ঠ বিষের হিমগিরি।

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন