তখন মাঝ রাত

 

তখন মাঝ রাত

 

তখন মাঝ রাত,

অস্ফূট পায়ের আওয়াজ

বাইরে অমাবস্যা এলো চুল খুলে

 

ঘুম নেই অনেক প্রহর,

খালি চোখে অন্ধকার ঘোর

হঠাৎ হঠাৎ দরজা ওঠে দুলে

 

দেওয়ালে টিকটিকি জাগে

ওঁত পেতে শিকারের আগে

আমি তখন ঠুঁটো জগন্নাথ

 

ওদিকে দরজা ওঠে দুলে

কেউ কি দুয়ারে পথ ভুলে?

তখনও আমি ঠুঁটো জগন্নাথ

 

©শ্রীশুভ্র ২৮শে ফেব্রুয়ারি


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন