বোঝাপড়া

 

বোঝাপড়া

 

স্বপ্নের ভিতরে ঘুমিয়ে রয়েছি

দুপাশে চলমান দেওয়াল

মনে হয় নিজেই চলেছি

 

দৃশ্যমানতা

খবরের হেডলাইন অব্দি

অন্ধের হস্তীদর্শন তারপর

এবং চায়ের কাপে তুফান

 

এবংবিধ সময়ে তাঁর প্রবেশ

তিনি, ঈশ্বর প্রেরিত কিনা, জানি না

তবে, বাদবাকি যা কিছু হচ্ছে,

হয় নি, হবে কিংবা নাও হতে পারে

সবকিছু তাঁরই একক প্রেরণায়

 

স্বপ্নের ভিতরে ঘুমিয়ে রয়েছি

রাজসভা আলোকিত মোসাহেবে

মোসাহেবি গান শুনছি

 

ঘুমের সময় জাগাতে নেই

ঘুমের ভিতরে আরও অনেক ঘুম

সাত কুঠরি নয়’ দরজা নয়

আরও অনেক বেশি গোলকধাঁধা,  

 

এবংবিধ সময়ে যাঁদের পথ হারিয়ে যায়

কিংবা গেলেই ভালো হয়, নয়তো

শিয়রে সমন, লোকলজ্জা

তার থেকে পথ হারানো ভাল

নিজেকে প্রবোধ দেওয়া যায়

 

©শ্রীশুভ্র ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন