দূরবীনের প্রান্তে দাঁড়িয়ে

 

দূরবীনের প্রান্তে দাঁড়িয়ে

 

দূরবীনের প্রান্তে দাঁড়িয়ে রয়েছি

বহুকাল পূর্বে কিংবা পরে

যারা এসেছিল কিংবা চলে আসবে

তাদের মুখশ্রীর মতো

আমাদের মুখ নাকি?

 

বহুকাল আগে, বিষাক্ত বর্শাফলকে

বিষদৃষ্টির আগুন আমি দেখেছি

বহুকাল পরে হয়তো বা সে আগুন

আরও ভয়ঙ্কর রূপে ভয়াবহ তাণ্ডবে

দগ্ধাবে জীবন,

 

তারপরেও দূরবীনে দাঁড়িয়ে রয়েছি

রক্তস্রোতের গহনে যদি কোথাও

অমৃতমন্থনে প্রীতি ভালবাসা

সব গরল ধুয়ে নিয়ে স্থিতু হয়

জীবনের আগে পরে, মরণের সীমানায়

 

©শ্রীশুভ্র ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন