ছায়া হয়ে ছায়ার মতোন

 

ছায়া হয়ে ছায়ার মতোন

 

প্রতিদিন আমি লোকটাকে দেখি

একদমই আমার মত নয়

তবু ছায়ার মতোন ছায়া হয়ে

ঘোরে পিছনে পিছনে

 

মুখে কোন কথা নেই

চোখের দৃষ্টি চোখে পড়ে না ভাল

শুধু পায়ে পায়ে চলার সাথে,

সাথে চলে পিছনে পিছনে

 

প্রতিদিন লোকটাকে দেখি, একদমই

আমার মতোন নয়, অচেনা-

জানি না সে কেমন, কেমনতর

শুধু জানি থাকে পিছনে পিছনে

 

তবু আমি বারবার পিছন ফিরি

ভাল করে জানা যেত যদি

কি চায় সে, কি’বা তার পরিচয়

কেন আমার পিছনে পিছনে

 

প্রতিদিন তাকে নিয়ে চলি

মানুষের ভিড়ে, আলো অন্ধকারে

সিসিটিভির মতো আমি তার নজরে

কোন কথা নেই, অভিযোগ নেই

নিঃশব্দে আমার পিছনে পিছনে

 

©শ্রীশুভ্র ২৭শে ফেব্রুয়ারি ২০২৪


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন