আত্মরক্ষার সহজপাঠ


আত্মরক্ষার সহজপাঠ

 

দেখুন, অলরেডি অনেক লাশ পড়ে গিয়েছে

শুনুন, এরপরেও আপনারা যদি সরকারের বিরোধীতা করেন

তবে, আইন কিন্তু আইনের পথে চলবে

 

দেখুন, ভোটের ম্যানডেট সবাই মানতে বাধ্য,

শুনুন, সংবিধান কিন্তু তাই বলে

বিশ্বাস না হলে সমস্যা আপনার

 

দেখুন, আপনার কাজ ভোটের লাইনে দাঁড়ানো

শুনুন, সরকারের কাজ আপনাকে শাসনে রাখা

বুঝুন, নয়তো ভুগুন আইনের যে’কোন ধারায়

 

দেখুন, নিজের ভালো পাগলেও বোঝে

শুনুন, সরকারের পাশে থাকুন। সরকারের কথা মানুন

না’হলে আরও আরও লাশ গুণুন

 

দেখুন, লাশগুলোর মুখের দিকে তাকিয়ে

শুনুন, কথায় বলে বোবার শত্রু নেই

সব লাশ সেই কথা বুঝতে পারে, তবে মরণের পরে

 

দেখুন, নাগরিক কর্তব্য সরকারী দাওয়াই মেনে চলা

শুনুন, গণতন্ত্রের সেটাই কিন্তু শেষ কথা

তারপর জয়ধ্বনি দিন, আবীর খেলুন সমর্থনে

 

©শ্রীশুভ্র ২৮শে ফেবরুয়ারি

 

 

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন