অবনী ভালো আছে

 

অবনী ভালো আছে

 

দুয়ার এঁটে জেগে ঘুমায় পাড়া

যতই আমি নাড়তে থাকি কড়া

অবনী আর দেয় না কোন সাড়া

 

মিছিল এগোয়, কনিষ্করা হাঁটে

কারুর কারুর জলপানিটা জোটে

অবনী এখন হিসেব কষে খাটে

 

মঞ্চ জুড়ে সেলিব্রেটি মুখ

হাসে কাঁদায় নাচিয়ে পায় সুখ

অবনী দেখি নেই আর উজবুক

 

নেতামন্ত্রী বাড়িয়ে দিলে হাত

বাঁদর নাচন আনন্দে কুপোকাৎ

অবনী তাই আড়াই চালে মাত

 

মিডিয়া জুড়ে মাভৈ বারোমাস

রাজার নামে জয়দ্ধধ্বনি উল্লাস

অবনী এখন সব পরীক্ষায় পাশ

 

দুয়ার এঁটে জেগে ঘুমায় পাড়া

যতই আমি নাড়তে থাকি কড়া

অবনী আর দেয় না কোন সাড়া

 

 ©শ্রীশুভ্র ২৮শে ফেব্রুয়ারি ২০২৪


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন