প্রত্যাশা পূরণের রাতে

 

প্রত্যাশা পূরণের রাতে

 

নিশীথ চুম্বনের মানচিত্র জুড়ে

প্রত্যাশা পূরণের রাতে

অনেক কথা গোপন করতে হয়

 

রাতের পোশাকের মত

মনের বাকল খুলে ফেলা

সহজ কথা তো নয়

 

মানবগর্ভ জুড়ে ইতিহাসের ভ্রূণ

ক্রমে ক্রমে আরও বেশি অন্ধকারে

আত্মক্ষরণের দহন জ্বালার ভিতরে

 

তবুও কি মনস্তাপের সন্ধ্যায়

আত্মসমর্পণের তিথিতে

ঝাঁপ দিতে পারি প্রার্থিত হৃদয়ে!

 

©শ্রীশুভ্র ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন