স্কন্ধকাটা ভিড়ে

 

স্কন্ধকাটা ভিড়ে

 

কুরুক্ষেত্র যুদ্ধের পর

হস্তিনাপুর মহাশশ্মান

চারিদিকে চিতার আগুন

মধ্যরাতে আলোর উৎসব

 

তারই আড়ালে আগুনের ভিতর

মহাশূন্যের শাশ্বত অন্ধকার
কোন বাণী নেই কোন মতবাদ নেই

শুধু অস্ফুট গুঞ্জনধ্বনি

 

গুমোট বাতাসের মতো

দমবন্ধ অস্বস্তিকর সময়

শুধু মৃত সৈনিকদের ছায়া

স্কন্ধকাটা বিকলাঙ্গ ভিড়

 

সেই ভিড়ে বাকিদের সাথে

সেই তিনি, ঠুটো জগন্নাথের মতো

ভিড়ের আড়ালে লুকিয়ে ছিলেন

স্কন্ধকাটা বিকলাঙ্গ ছায়া হয়ে

 

সেই থেকে আমিও একলা হাঁটি

নিজের সাথে চলি, কথা বলি

নিজের সাথে, মানুষ দেখলে সভয়ে

আঁতকে উঠি, স্কন্ধকাটা আতঙ্কে

 

২৮শে সেপটেম্বর ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন