ধারাবিবরণী

 

ধারাবিবরণী

 

ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দিহান নই

যে নেই, তাঁকে নিয়ে চিন্তা কিসের?

 

আমি তাই, আমার নিজের কথা বলি

যে আছে, ছিল এবং থাকবে চিরকাল

 

যে জান, যতদূর বিশ্ব চরাচর ততদূর

সত্য সে নিজে, বাকি সব তারই ইচ্ছে ‘যে

 

এইকথা একবার জেনে গেলে, কি হবে

ঈশ্বরে? যে নেই তাঁকে নিয়ে টানাটানি করে?

 

এই তো আমিই সে, যে রয়েছে নিজে

সকল আনন্দ হয়ে নিরানন্দ অন্ধকারে

 

তারপর গল্পের শুরু মহাশূন্য কিংবা মহাকাল

সব দিকেই সেই আমি, আমাতেই বিরাজমান

 

বুকের ভিতর সেই সত্য রয়ে গিয়েছে

নিশ্চিন্তে নির্বিঘ্নে উত্তর দক্ষিণে পুবে পশ্চিমে

 

অনাদি অতীত হোক কিংবা অনন্ত বিশ্ব

আমার বাইরে কিছু নেই, …কোন দৃশ্য

 

এই আমি, আমার সবটুকু নিয়ে তারপর

শুধু ভালবেসে ভালবাসা দিয়ে অষ্টপ্রহর

 

২৯শে সেপটেম্বর ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন