সরীসৃপ পথ

 

সরীসৃপ পথ

 

রাত্রিবেলায় বুকের ভিতরে

তুমি শুয়েছিলে

তোমার শরীর জুড়ে সাত সমুদ্র ঢেউ

আর আমি কলম্বাস আনন্দে

তাথৈ তাথৈ জীবনতরীর নাবিক

 

রাত্রিবেলায় সে’ও এসেছিল

নীরবে নিশ্চুপে নিভৃতচারী সরীসৃপ পথে

ছায়ার মতোন পা ফেলে ফেলে

আর আমি চমকে উঠে দেখি

সিলিংফ্যানের সাথে ঝুলছে আমার দেহ

 

রাত্রিবেলায় অনেক কিছুই ঘটে

সময়ের আগে পরে হয়ে গেলে

বিভ্রম জাগে, গল্পের তাল যায় কেটে

সন্দিগ্ধ অন্ধকার মাথার ভিতরে

ঘুণপোকার জন্ম দিতে থাকে

 

সেই থেকে আমি, ডিঙি ছেড়ে

জল ছেড়ে, কেবলই ডাঙা খুঁজেছি

কোন এক মগডালের স্বপ্নে…

যেখানে জলে ডুবে মরার ভয় নেই

যেখানে সাত সমুদ্রের ঢেউ নেই

 

২৭শে সেপটেম্বর ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন