ছায়াকথা

 

ছায়াকথা

 

নিজেরই ছায়া

নিজের ছায়াকেই

করেছি অনুসরণ নিজেই

 

এক পা’ দুই পা করে

যত পা ছায়ার দৌড়

ততটা দূরত্ব করেছি পার

 

ছায়া কি জানে

কখন, কে বা কারা

ধাওয়া করে ছায়ার পিছু পিছু

 

এই পথ, গলি তস্য গলি ঘুরে

রাজপথে ছায়াদের মিছিলে

আমিও আমার ছায়ার পিছু পিছু

 

গোপনে নয়, গোপনও নয়

সবকিছুই সকলেই জেনে গিয়েছে

তবু সব না জানার ভান করে বসে রয়েছে

 

সেই ভিড়ে আমিও দেখে ফেলি

আমারই ছায়ার মুখে

আমার মুখোশেরই ছবি

 

মুখোশের আড়ালে যেই মুখ

সেই মুখ, কোন মুখেই বা আর

মুখ দেখায়! পরস্পর পরস্পরের ছায়ায়

 

আমি তাই আমারই ছায়ায়

ছায়া হয়ে ছায়ার আড়ালে আবছায়

মিশে যাই আরও সব ছায়াদের ভিড়ে

 

২৬শে সেপটেম্বর ২০২৩

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন