হাতছানি

 

হাতছানি

 

এই তো সেদিন তেপান্তরের মাঠে

জলে থই থই সাত সমুদ্র গল্প

 

আকাশটা তো নীলের মাঝে হারায়

বাতাস যখন বুক ভরে নেয় শ্বাস

 

তেমনি তখন দেখি তোমার মুখ

চোখের তাড়ায় কপাল জোড়া ভাঁজ

 

কি যেন এক বলবে কথা বলে

জেনে নিলে নাম ঠিকানা ধাম

 

আমিও কেমন, কল্পলোকে থাকি

বসে বসে তোমার কথাই আঁকি

 

ভোটের আগেই ভোটাররা দেয় ভোট

আশার বাণী যেমনটা শোনে রোজ

 

সেই থেকে তো, গলির মুখে আমি

চোখ রেখেছি, সজাগ দুই বেলা

 

ভোটার যেমন কাগজ খুলে খোঁজে

কোথায় কোথায় গুড় বাতাসা জোটে

 

অমনি করে দেখবো কবে তুমি

হাত নেড়েছো‌, ডাক দিয়েছো কত

 

কি যেন এক বলবে কথা বলে

দাঁড়িয়ে আছো মহাকালের মতো

 

২৭শে সেপটেম্বর ২০২৩

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন