শিখণ্ডী

 

শিখণ্ডী

 

কথা বলা মুখে

মিথ্যে লেগে রয়েছে

অর্ধসত্য থেকে ডাঁহা মিথ্যে

 

ডাঁই ডাঁই মিথ্যের স্তুপ

স্তুপের উপরে রঙিন পতাকা

আর ক্রমাগত শিলান্যাস

 

থেকে থেকে লাইট ক্যামেরা সাউণ্ড

হাসি হাসি মুখ, হাসতে হাসতে

অর্ধসত্য আর মিথ্যের ককটেল

 

নীচে সমবেত জনতা

পতাকার রঙে রঙ মিলিয়ে

উৎসাহিত উদ্দীপ্ত

 

উপরে সেই তিনি

ত্রিনয়নাতীত মহাকাল

দিবানিদ্রায় মগ্ন

 

এদিকে ইতিহাসের পাতায় আমি

শিখণ্ডী মতো নিজেই

নিজের কবর খুঁড়ে চলেছি

 

২৭শে সেপটেম্বর ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন