ঋণ

 

ঋণ

 

আত্মশ্লাঘার ঘরের নামতায়

যা কিছু আউড়িয়ে এসেছি

চোখ বুঁজে

ভালবাসা

প্রেমালাপ

যুক্তি

তর্ক

সংলাপ

 

সেই সব

প্রহসনগুলি’র

একটি সংকলন

প্রকাশিত হওয়ার কথা ছিল একদিন

 

আশার ঘরের নামতায়

যাদের জন্য অপেক্ষা ছিল

দুরন্ত দুর্বার

বিশ্বাস

ভরসা

সাম্য

নিঃস্বার্থ আদর

আকন্ঠ পিপাসা

 

সেসবের গোড়ায়

অগণন ঘুণ পোকা

ইতিহাসের চরকায়

তেল দিয়ে গেছে প্রতিদিন

 

সরীসৃপ সময়

সুড়ঙ্গ বরাবর

অন্ধকারে ধরে রেখেছে

লোভ

মোহ

ক্ষমতা

আস্ফালন

বিরহ

 

এইসব পাঠাভ্যাস নিয়ে

শিক্ষিত সিলেবাস জুড়ে

সন তারিখ সিংহাসন

সমাজ সংসার নিত্যদিন

 

বাকি কথা পরে হোক বরং

মুখোমুখি একদিন বসে

নিরিবিলি অন্তিম প্রহরে

এলোমেলো চোখ

দু’ফোটা শিশির

ঘাসফড়িং

ঢেউজল

চিন্তার ভিড়

 

সময়ের নির্ঘন্ট মেনে

অন্তিম ঘুমের সময়

মাথার উপর খাঁড়ার মতোন

সাত সমুদ্র ঋণ

 

২৬শে সেপটেম্বর ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন