সে

 

সে

 

সে বসে ছিল অনেক্ষণ

সময়ের কোন খেয়াল না রেখে

সময়ের অনেক ধাপ

কোনটা অবুঝ কোনটা সেয়ানা

সময়ের অসাধ্য কিছুই নেই জেনে

সে অপেক্ষায় ছিল

 

তবে তার ইচ্ছা ছিল সময়ের ধাপে ধাপে

যুক্তি আর আবেগের সমন্বয় করা

সময়ের ধাপে ধাপে সুস্থতার সাথে

সুরুচির আরাধনা করা

 

সে ভেবে নিয়ে ছিল

সক্রেটিস কিংবা গৌতম বুদ্ধ থেকে

দাস ক্যাপিটালে পৌঁছাতে

সময়ের হাত ধরা প্রয়োজন

 

সে কি জানতো না

শিশিরের মতো শুভ্রতা নিয়ে

যে ভোর হয়, ভালোবাসার মতো রোদ্দুর

যে পথে আলো ফেলে

 

সেই পথে গররাজি সময়

সেই ভোরের স্বপ্ন দেখতে রাজি নয়!

 

৩০শে জুলাই ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন