ছায়া

 

ছায়া

 

একা একা কবরের পাশে একা

ছায়ার মতোন প্রায় দিনরাত

ছায়া হয়ে আনাচে কানাচে ঘুরি

 

জানি, মাটির গভীরে এখন

সে সব অনেক জটিল কথা

ফিসফাস কেবল প্রতিধ্বনি

 

অন্ধকার সুড়ঙ্গের মতো সব

গোলকধাঁধায় ঘেরা, তত্ত্ব মতবাদ

অনুসিদ্ধান্ত থেকে অনুপ্রেরণা

 

সৃষ্টিকর্তার কথা জানি না

মড়া মানুষের কথা শুনি

মাটি চাপা দেওয়া আর্তনাদে

 

সব কথার মানে জানি না

ছায়ার মতো আবছা সব

শুধু মাটি বসে বসে কাঁদে

 

একা একা কবরের পাশে একা

নিজেকেই খুঁজি পচা ফসিলের মাঝে

ছায়ার মতোন আরও ছায়া হয়ে শুধু

 

৩০শে জুলাই ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন