গুপ্তঘাতক

 

গুপ্তঘাতক

 

তুমি বরং অরুণকে ভালোবেসে দেখো

হয়তো অনেকটা বেশি আলো দেবে

জমকালো, ঠিক যেমনটা তুমি পছন্দ করো

 

নতুন কিছুতে  আসক্তি থাকা ভালো

জহুরির চোখে জহর চেনা আলো,

এবার তুমি আমাকে ছাড়তে পারো

 

পুরোনো ঘাম একঘেয়ে গন্ধ

চেনা উত্তাপ মুখস্থ সংলাপ

সেই সাথে বিরক্তির পাহাড়-ও

 

তুমি বরং অরুণকেই ডেকে নাও

নতুন ঘাম নতুনতর আঘ্রাণ

দেখে নাও কতটা লাগে ভালো

 

আমি বরং সেই অবসরে খুঁজে দেখি

নিজের ভিতরে, কে আছে লুকিয়ে

কে তোমায় অরুণের কাছে পাঠালো

 

এই দেহ এই মন এমনকি হৃদয়’ও

গুপ্ত ঘাতকের মতো, কে জানে কখন

কাকে কাকে করে ফেলে আহত!

 

৩০শে জুলাই ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন