সম্বিৎ

 

সম্বিৎ

 

তাহলে এত বোমা বাঁধা ছিল আরশিনগরে?

পুলিশ কিংবা আইনের হাতুরি, কেন্দ্রীয় বাহিনী

বাকি কাজ নির্বিঘ্নে হয়ে যায়- বারুদে বোমায়

 

গলি থেকে রাজপথে, মানুষের জীবনে তবু

গণতন্ত্র নানারূপে নানা বেশে চোখ রাঙায়

গুলি বোমা বারুদে কিংবা গাঁজা কেসে, টাডায়

 

এই আরশিনগরে তবু কতো আলো, কত রূপ

পতাকায় প্রতীকে, ফাঁকা বুলি আর চোখের ঠুলিতে

ভাষণে শপথে স্লোগানে মিছিলে- আইনের ধারায়

 

কাঁচা রোদ, মেঘ বৃষ্টিতে ভিজে এই আরশিনগর

গণতন্ত্রের প্রচণ্ড উত্তাপে দগ্ধ হতে হতে, তারপর

গলি থেকে রাজপথে, মানুষই যদি ঘুরে দাঁড়ায়?

 

১৩ই জুন ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন