মণিপুর

 

মণিপুর

 

দিকে দিকে মণিপুর হোক

এসো আমরা বুঝে নিই

কার কতটা শোক

 

নাম ধাম বংশ পরিচয়

কে বড়ো কে ছোট

কে বা আমাদের নয়

 

মুখগুলো চিনে রাখা ভালো

শত্রু মিত্র দালাল কিংবা

মুখ ঢাকা বরাভয় আলো

 

হাতে হাতে হাতিয়ার নিয়ে

মুখোমুখি প্রতিরোধ,

ঘৃণা আর বিদ্বেষ দিয়ে

 

এসো তবে আগুনে পরস্পর

ঢেলে দিই ঘি, ধিকি ধিকি

দাউ দাউ জনপদ, ঘর

 

কে থাকে কে’বা চলে যায়

সব হিসাব মিলে যাবে শেষে

মাটির কবরে, শ্মশানের চুলায়

 

৩০শে জুলাই

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন