দিক

 

দিক

 

স্মৃতি নেই, ভবিষ্যত জানি না

আর আজকের দিনটায় এসে

বোঝা গেল, দুঃসহ বোঝা

 

চারপাশে অচেনা মুখের সারি

সব ভাষা বোঝাও যান না ঠিক

কে ভালো কে মন্দ’ বা

 

আমি তাই ব্রেকিং নিউজ শুনি

কামান বন্দুক বারুদ গেলাগুলি

পোড়া লাশ, সাফ ভিটেমাটি

 

রাত নামে, অন্ধকারে আলো

খুঁজে নিয়ে হোঁচট খেয়ে পড়ি

টের পাই কোন পায়ে ক্ষত

 

স্মৃতি নেই, ভবিষ্যত জানি না

হামাগুড়ি দিতে থাকি সবদিকে,

ক্ষত পায়ে, যতটুকু যাওয়া যায়

 

কোনদিকে জানি না, তবু

কোন এক দিক থাকা জরুরী

যে দিকে মানুষের ঘরবাড়ি

 

৩০শে জুলাই ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন