ভালোবাসার কথা

 

ভালোবাসার কথা

 

কি খুঁজছে ওরা কে জানে

বুঝি না ওরা কোন পথ দিয়ে চলে

এখনো ওরা কি রকম অক্লেশে

 

আবারো ওরা ভালবাসার কথা বলে

 

স্বপ্নের মতো ক্ষণজীবী আলপনায়

বিবেকী আবেগ সাজিয়ে গুছিয়ে রাখে

এত যে রক্ত প্রতিদিন পথে ঘাটে

 

তবু তো ওরাই ভালবাসার কথা বলে

 

আমি তো দেখেছি করুক্ষেত্রের আগেও

বর্ষা ফলকে টাটকা রক্ত লেগে

হৃৎপিণ্ড খুবলে নিয়েছে কারা

 

তবু কেন ওরা ভালবাসার কথা বলে

 

চামড়ার রং, ধর্ম কিংবা ভাষা

কাঁটাতার হয়ে বেড়া দিয়ে দিয়ে রাখে

সেটাই যখন দস্তুর মতো ঠিক

 

সেখানে কি করে ভালবাসার কথা চলে

 

তবু যে কি খোঁজে এখনো ওরা আজও

হাড় হিম করা হিরোশিমা প্রান্তরে

আমি তো কিছুই বুঝি না ওদের কথা

 

কি করে যে ওরা ভালবাসার কথা বলে

 

৩০শে জুলাই ২০২৩

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন