ঈশ্বরের খোঁজে

 

ঈশ্বরের খোঁজে

 

সেই ঈশ্বরের দেখা পাইনি জীবনে

লোকে বলে, সে আমার চোখের দোষ

 

ইতিহাসের প্রগাঢ় সন্ধ্যায় দেখি

মানুষের খুনে মন্দির মসজিদ

 

ঘাতকের হাতে ক্ষমতার দণ্ড

নিহতের ছায়া মৃতবৎ নড়েচড়ে

 

ধর্মের ধ্বজায় উড়তে থাকে লোভ

মানুষে মানুষে বিভেদের সুড়সুড়ি

 

তবু যারা নাকি ঈশ্বরের পাণ্ডা

ধর্মগ্রন্থে ভালো কথা লিখে রাখে

 

সে সব কথায় কান দিয়ে রাখে যারা

শান্তি কি পায় যুদ্ধে, আর্তনাদে!

 

সেই ঈশ্বরের দেখা না পেয়ে আমি

বলেছি কেবল ভালোবাসারই কথা

 

তবু যদি কেউ আমার কথাটি শোনে

ভালোবেসে দেখে ভালোবাসাটুকু শুধু

 

৩০শে জুলাই ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন