তুমি আর আমি

 

 

তুমি আর আমি

 

তোমার চুমুতে আদর জমানো আমার চুমুতে লোভ

তোমার আঁচলে উড়বে একদিন সঞ্চিত বিক্ষোভ

তোমার কলমে ভালোবাসা নামে আমার কালিতে স্তব

তোমার আশার ব্যালকনি জুড়ে কাল্পনিক বাস্তব

 

কিসের এ চাওয়া পাওয়ার বাসনা আমায় বুকেতে টেনে

না পাওয়ার জ্বালায় জ্বলবে যেদিন সব কিছু ঠিক জেনে

সেদিন মাধুরী তোমার বিতানে শুকনো ফুলের মালা

প্রলয় নাচনে ক্ষত বিক্ষত ব্যর্থ বরণডালা

 

তোমার চোখের মায়াময় ঘোর সৃজনের ভালোবাসা

আমার দুচোখে চেয়ে দেখো ধীরে রাত্রিসুখের ভাষা

তোমার চলার ছন্দে ধরেছো আদরের আয়োজন

আমার পথে রাত্রি নিশীথে শরীরের প্রয়োজন

 

তোমার আমার দুপথের দিশা ভিন্ন মেরুর দিকে

বিপন্ন প্রেম সঙ্গমসুখ ক্রমে হয়ে যায় ফিকে

রামধনু মন শরীরে ফাগুন তবুও আগুন নেভে

ছেঁড়া তারগুলি বেসুরেই বাজে ক্ষোভে আর বিক্ষোভে

 

৮ই মে ২০১৮

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন