দিল্লী থেকে কোলকাতা

 

 

দিল্লী থেকে কোলকাতা

 

মানুষ পুড়ছে

আর আমি বেহালায় বাজাচ্ছি

স্বরচিত প্রেমের কবিতা

যে বালক আজ পিতৃহারা হলো

গোষ্ঠীদ্বন্দ্বের সমাসে

সে’ও দুচোখের বিস্ময়ে

আমার বাজনা শুনবে একদিন

আমি বাজাচ্ছি ভালোবাসার

মৌতাত রাগিনী

যে কিশোরী আজ প্রথম টের পেল

নিরাপদ নয় পুরুষের পৃথিবী

সেও অঙ্গ দোলাবে

তালে তালে একদিন

আমার অটোগ্রাফে

 

মানুষ পুড়ছে

আর আমি বলছি

ওরা তোমাদের শত্রু

মিত্রকে ভোট দাও

আমি তোমাদেরই লোক

বেহালায় সুখের দিনের ওমে

সংবাদ শিরনামে আমি

পোড়া আধপোড়া লাশ ছাড়িয়ে

ছড়িয়ে যাচ্ছে সুখ

স্বরচিত কবিতার কোলাজে

ট্রাফিক সিগন্যালে গ্রীন করিডোর

কলকাতা লণ্ডন হয়ে যাবে একদিন

শত্রুর কুৎসায় কান না দিয়ে

শুনুন, কাল কি সুর বেঁধেছি বরং

 

৩০শে কার্তিক

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন