তবুও অমলিন

 

 

তবুও অমলিন

 

দুচোখ বিভ্রমে নিপাট অন্ধকার

যে দিকে চোখ যায় যাক

এ জীবনে কিছু নাই তুমি ছাড়া আর

 

সমুদ্র মন্থনের দিন থেকে এই,

অমৃত গরলে সন্ধ্যা ঘনায়

যোনিস্নিগ্ধ রাত্রির উত্তাপ ছাড়া

লিঙ্গের স্বাক্ষরে আমি নিরুপায়

 

তাই তো ডেকেছি তোমায়

 

যে জীবন এখন‌ো দাঁড়িয়ে অমলিন

আরও দূর, দূরের যাত্রিকের আহ্বানে

যদি আমি চলে যাই কোনদিন

 

তবুও সময়ের দিনলিপিতে সেই তুমি

রয়ে যাবে নিপাট অন্ধকার অন্ধকারে

সমুদ্রের ঢেউয়ের মতো সময়ের কলরোল

তোমাকে ডাক দেবে বারে বারে

 

যোনিস্নিগ্ধ রাত্রে লিঙ্গের স্বাক্ষরে

 

২৮শে আষাঢ়’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন