দিনবদলের স্বপ্ন

 

 

দিনবদলের স্বপ্ন

 

যতদূর চোখ যায় দেখি

ভাঁড়েদের সাম্রাজ্য

প্রায় চরাচর ব্যাপী

নগরিক রাজধানীর পথ

শিঙা ফুঁকে রুটমার্চ

প্রতিশ্রুতির জয়রথ

মোসাহেবদের সান্ধ্য আসরে

সব চেনা মুখ সকলেই সৎ

কিন্তু অসৎ অপরে

 

মূঢ়েদের মতো তবু ভাবি

কার কথা ঠিক কে’বা ভুল

কার হাতে দিন বদলের চাবি

তখনই লাশের গন্ধ পাই

বিপ্লব নয়, শেষ কথা

আগাগোড়া মসনদটাই

আমিও গুছিয়ে নিতে চাই

মূঢ়েদের জলসায়

মোসাহেবদের তেল দিয়ে যাই

 

আমিও ভাঁড়েদের টানে

মুখোশে দিলখুশ

ভাঁড়ামির গানে

 

এই পথে এইভাবে

হয়তো বা ভাঁড়ারের চাবি

আমারও হাতে গড়াবে

 

সেদিন ভাঁড়েদের মতো

আমিও যথার্থ

দেশসেবক সতত

 

চরাচর ব্যাপী আমি তাই

বুথ জ্যাম হোক না হোক

ভাঁড়েদেরই ভোট দিয়ে যাই

 

১৮ই ভাদ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন