দুঃস্বপ্নের সময়

 

 

দুঃস্বপ্নের সময়

 

দুঃস্বপ্নের মতো অস্থির আবেশে আছি

আমার বনেদি রক্তে

হামাগুড়ি দেয় বিক্ষুব্ধ প্রলয়

এখানে কামানের গোলায় স্থির হয়ে যায়

ন্যায় অন্যায়, রীতি

মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে

আন্ধকারের মতো হিম স্তব্ধতা এসে

কাছে বসে, কথা বলি

নির্বাক ভাষায় মুখচ্ছবি দেখি

ক্ষুধার্তের গ্রাসে যে অভিশাপ আছে

তার গন্ধ টের পাই

 

হয়ত‌ো এইসব দেওয়ালের ওপারে

কঙ্কালের মৃত হাড়গোড়ে

গড়ে দেবে আজ নয়। আরও

অনেক শবদাহের শেষে

তিমিরভেদী বাণ, তবু এই অন্ধকার-

ছেৃঁচে এই অস্থিরতাই তুরুপের তাস

আজ আমার, অস্তিত্বের নাভিশ্বাস

 

১৯শে চৈত্র ১৪২৫

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন