দুঃস্বপ্নের রাত

 

 

দুঃস্বপ্নের রাত

 

দুঃস্বপ্নের রাতের মতো মিছিলে হেঁটেছি

পতাকার স্লোগানমুখর মানচিত্রে

তবুও ইতিহাস বোরেদের গল্প লেখা না

কোনদিন

 

মাঝে মাঝে ঘুম ভেঙে দেখি

সব রাস্তা থেমে যায় আস্তাকুঁড়ে গিয়ে

আমাদের জীবন ডাস্টবিনে পড়ে থাকে

দেখি, দেখতে থাকি

 

দমবন্ধ হওয়ার রাতে অন্ধকার সূর্য

উঁকি দিয়ে যায় আমার জানলায়

তবুও স্বপ্নের জোয়ারে স্থিতু হওয়ার

 আয়োজন আমার, তখন

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন