দিনযাপন

 

 

দিনযাপন

 

রোদ তেতে আছে দেখি

তোমার মেজাজের মতো

খট খট দুপুরের ডাক

তোমার প্রতিধ্বনি করে

 

তবুও নবদম্পতি দেখি

নিমন্ত্রণ আসরে, সকালের

মিঠে রোদের মতো নরম

চোখে চোখে কথা সারে

 

দমবন্ধ বৃন্দাবনে রাত্রি নামে

মশারির ভিতর পরস্পর

নিত্যকর্ম শেষে হাই তুলি

গাঢ় ঘুমে ঘুমন্ত শরীরে

 

৩রা চৈত্র’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন