শব্দের কঙ্কাল

  

শব্দের কঙ্কাল

 

শোওয়ার ঘরে পরস্পর একা

সম্পর্কের সুতোয় দোলে বীর্যপতনের শব্দ

বুকে হাত রেখে হৃদয়ের উত্তাপ অনুভব

প্রেমের স্টেথস্কোপে

 

আমি জানি সব নারীর কোমল হৃদয়ে

একটা আমির ঘর খোঁড়ার আয়োজন

সব পুরুষের গলা জড়িয়ে অন্ধ আবেগে

একটা বন্দরে নোঙর ফেলার গান

 

মধ্যবর্তী শূন্যতার বুক জুড়ে পরস্পর

আলিঙ্গনের নকশি কাঁথায় এক্কাদোক্কা খেলা

কখনো সখনো সন্তানের আবোধ ঠোঁটে

চুমু দিতে দিতে ঘুমের অতলে ঘুমিয়ে যাওয়া

 

সেই ঘুম, ঘুমের অতলে ঘুম ঘুম ঘোরে

যারা এখনো কবিতার আসরে এসে বসে

তাদের চোখের দিকে তাকিয়ে দেখি

মহাপ্রস্থানের পথে শব্দের কঙ্কাল শুধু

 

                                               ৮ই আষাঢ়’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন