সংকল্প

  

সংকল্প

 

শব্দের নোঙর ফেলে দেখেছি

জলন্ত চিতার আগুনে

 

সর্পিল সময়ের স্রোতে ঢেউ তুলে

তবু কোন বেদবাক্য আসেনি উঠে

 

ভালোবাসার ঠোঁটে ফোঁটা ফোঁটা চুমু

নাক্সভোমিকার মতো টুপ টুপ ঢেলে দিয়ে

 

জুড়াতে পারেনি হৃদয়, কাঁচ ভাঙ্গা

প্রণয়ের পাশে বেমানান সব’ই

 

শরীরের ওমে ধ্রুপদ ধামারে বরং

আর একবার এসো ফিরে

 

আদিবাসী নৃত্যের জ্যোৎস্নার মতোন

অমলিন গল্প ধরা যায় কি না যায়…….

 

                                               ৫ই শ্রাবণ’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন