শত
জীবনের রূপরেখা
শরীর দোলায় মন দুলছে
খোঁপায় তোমার ফুল ছিল
ঠোঁট ছড়ানো লাজুক হাসি
আমার দেখায় ভুল ছিল?
সন্ধ্যা তখন বৃষ্টি ভিজে
মেঘজ্যোৎস্নায় ধরা দিল
উষ্ণ বুকের ছন্দ দোলায়
মনটা আমার কে নিলো?
শ্রাবণ তিথির গহন রাতে
তোমার গলায় সুর এল
বানভাসি সেই সুরের স্রোতে
আমার বাণী ভাষা পেল
সেসব স্মৃতির আসর জুড়ে
মহাভারত যায় লেখা
এক জীবনের কান্না সুরে
শত জীবনের রূপরেখা
ভাদ্রের পঞ্চম দিবস’ ১৪২৫