শেষ প্রশ্ন

 

 

শেষ প্রশ্ন

 

মোমের মতো গলে পড়া সন্ধ্যা

মহানগরীর ত্রিফলা আলোর স্রোত

বারবনিতার মতো মুগ্ধতা ছড়ায়

চৌষট্টি কলার রাত দাঁড়িয়ে থাকে

 

সিলেবাস জুড়ে হাড়হাভাতের স্বপ্ন

ভাতের থালা থেকে বিশ্বসুন্দরীর ঠোঁট

ক্যানভাস জুড়ে বণিকের মানদণ্ডে

নিরুপিত প্রতিটি জয় পরাজয়

 

না এটা কোন বিষয় নয়, মহাকাল

নেমে এসে দাঁড়ালে চারপাশে

অন্যতর গূঢ় উদ্দেশে বিপ্লবের

নতুন কোন পাঠে

          আর কি প্রয়োজন আছে?

 

আশ্বিনের নবম দিবস’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন