শেষ প্রস্তর যুগ

 

 

শেষ প্রস্তর যুগ

 

এখানে এককালে সেল্ফি তোলা হতো খুব

নিজের সেল্ফিতে নিজেই আত্মহারা সকলে

তখন অখণ্ড অবসরের সময়, সারাদিনে

‘আমাকে দেখুন’ পর্ব ওয়ালে ওয়ালে

 

কে যে কখন কাকে কিভাবে দেখতো

সেটা জানতেই যত আনন্দ

সে এক দিন ছিল, হাতে হাতে

হাতের মুঠোয় দুনিয়ার ভালোমন্দ

 

বাকি কথা অনন্ত ঘুমের অতলে

পরস্পর দ্বিধা দ্বন্দ্ব ঈর্ষার আড়ালে

সে এক দিন ছিল, হাতের মুঠোয়

দুনিয়া নিয়ে পরস্পর চলতো সকলে

 

সেসব অনেক অনেক দিন আগেকার কথা

মানুষের ঘরে ঘরে চাবি দেওয়া তালা

মনে মনে কাঁটাতারের উঁচু উঁচু পাঁচিল

সেল্ফির ক্ষতজুড়ে শুধু বিষাক্ত জ্বালা

 

৫ই চৈত্র ‘১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন