শিকড়ে নোঙর ফেলে দেখো

 

 

শিকড়ে নোঙর ফেলে দেখো

 

বসন্তসখীরা শোন, এ কোন মৃতের গল্প নয়

আমার জন্মের দাগ জুড়ে অনেক গল্প রয়ে গেছে

পারস্পরিক প্রতিশোধস্পৃহা নয়, নয় আত্মগ্লানি।

কিংবা গেলাপী আতর মেখে ভ্রমরনৃত্য গোলাপে

 

সমুদ্রের ঢেউয়ের মত বীভৎস তাণ্ডবে প্রকম্পিত রাত

বিবস্ত্র আকাশের সীমানায় বিদ্ধস্ত পাণ্ডুলিপি জুড়ে

কেবলই রূপকথার কারুকাজ নিপুণ কৌশলে।

সরীসৃপ সময়ের পাকদণ্ডী বেয়ে গল্প জন্ম নেয়

 

প্রতিটি নির্জনতার নিজস্ব স্বাক্ষর আছে, আছে

নিরিবিলি আঘ্রাণ। পারস্পরিক যুদ্ধ জয়ের আমেজ

আর সামুদ্রিক জলের মতো অতলান্ত লবণাক্ত ঘাম।

তারপর মানুষ বিশ্বাস করে ভালোবাসা প্রেমে

 

শিকড়ে নোঙর ফেলে দেখো আগুন লেগে আছে

কে কাকে পোড়াবে কখন কিংবা পুড়বে দুজনেই

এ আগুন থেকে জল এক ফোঁটা দুই ফোঁটা ফোঁটায়

ফোঁটায় ভিজাবে তোমাকেও, দেখো আমিও ভিজে আছি

 

কার্তিকের ১৫’ ১৪২৫

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন