সংক্রমণ

  

 

সংক্রমণ

 

থালা বাজলো তালি বাজলো বাজলো কাঁসর ঘন্টা

মন্ত্রী খুশি শান্ত্রী খুশি, খুশি সবার মন’টা

            রাত নয়টা ভারতবাসী নয় মিনিটের যুদ্ধে

            নিভিয়ে আলো জ্বালিয়ে প্রদীপ করোনাকে রুখবে

আকাশ জুড়ে পুষ্পবৃষ্টি দেখলো ভারতবাসী

কোটি টাকার ফুলের স্মৃতি হয়নি আজও বাসি

            ফুল পড়েনি তাদের মাথায় হাজার মাইল পথে

            বাড়ির পথে হাঁটার সময় ভগ্ন মনোরথে

রিক্ত ওরা ছিবড়ে জীবন, রাজার এঁটোর মতো

এই ভারতের পথে পথে মরলো কতো শত

            আমরা আছি দিব্বি সুখে করছি কত তর্ক

            মুখোশ এঁটে দিবানিদ্রায় সব্বাই সতর্ক

হাঁচি হচ্ছে? কাশি হচ্ছে? করোনা হয় যদি

তফাৎ যাও! তফাৎ যাও! অটুট থাকুক গদি

            বিশ্বক্রমে আজকে ভারত চার নম্বর স্থানে

            হাজার দশেক মৃত্যু খুবই তুচ্ছ কে না জানে

এই সাফল্য নজির বিহীন জানে ভক্তজন

চোখের দেখায় কানের শোনায় ছড়ায় সংক্রমণ

 

                                               ৩২শে জ্যৈষ্ঠ’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন