শেষ কথা নেই শেষ কথা কে বলবে?


 

শেষ কথা নেই শেষ কথা কে বলবে?

 

এখানে প্রত্নতত্বের সমাধি আছে।

উনছুট্টি মন আর কবুতরের পাখনার মত নয়।

মহাজগতের ইশারার মতো

গুপ্ত বার্তার রঙ লেগে আছে যেন চারিদিকে।

তবুও মানুষের মন গোপনাঙ্গের নিভৃত লগ্নের মতো।

পরস্পরের গাঢ় সান্নিধ্য দাবি করে।

কোথাও গল্পের প্লট নেই কোনো আর।

সব গল্পই শেষ অক্ষরে এসে মিলিযে গেছে।

সেই কবে– ধ্রুবতারা জন্মের আগে।

তারপর মহাস্থবির শুন্য পরম শান্তি হয়ে

চুপ হয়ে নিশ্চুপে বসে আছে।

মানুষের মন তবু চুম্বনের প্রলম্বিত আস্বাদের মত।

পরস্পরের প্রগাঢ় সান্নিধ্য দাবি করে।

সমস্ত কোলাহল শেষে

ধ্রুবতারার থেকে কয়েক আলোকবর্ষ পরে

কোন এক দিন যদি দেখা হয় পরস্পরে।

এখানে প্রত্নতত্বের সমাধি প্রান্তরে।

সন্ধ্যারাত্রির নিবিড় সান্নিধ্যের মতো।

মহা নিস্তব্ধতা ভেঙ্গে কে প্রথম কাছে আসবে প্রিয়ে?

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন