নপুংশক জীবন

 


নপুংশক জীবন

 

না, এখনই চুপ করে

নিরব হয়ে গেলে চলবে না

এই বাতাস নিঃশ্বাস থেকে

হয়ত বা শুষে নেবে প্রাণ

 

এই সময় কালের নিয়ম থেকে

হয়ত বা ছিনিয়ে নেবে সত্য

হয়ত বা কিনে নেবে ঐতিহাসিকদের

 

তবু চুপ করে গেলে মৃত্যু

           

এখনো অনেক কথা

বলে যেতে হবে নিরন্তর

যা কিছু সত্য এবং শাশ্বত

            তথ্য ও তত্ব

 

এখনো উন্মত্ত কোলাহলে

রুখে দাঁড়াতে হবে

ঋতবাক কন্ঠে

            মানুষের দুষ্কৃতির মুখোমুখি

            হতে হবে আমাদের

 

নয়ত আজন্ম নপুংশক আপনি আমি ও সে

 

৬ই শ্রাবণ’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন