ধর্মযুদ্ধ

 


ধর্মযুদ্ধ

 

এই দেখো এখানে আমি

পুরানো ক্রোড়পত্রের মতো

বিজয়ী হাসিতে

 

এখনো ভোর হবে বলে

নিশ্চিত বসে আছি

বাসি কাপড়ে

 

হাড়হাভাতের প্রত্যয় বলে

ব্যঙ্গ করেছিলে

অমন উজ্জ্বল দুটি চোখে

 

তোমার প্রলম্বিত ছায়ার দিকে

মুখ রেখে সবুজ ঘাস

হয়ে জন্মাতে চেয়েছিলাম আবার

 

সেই কথা মনে রেখে

কাছে এসে দেখো

দেখ উজ্জ্বল দুটি চোখে

 

হলুদ ঘাসের দেশের মতো

আমাদের স্বদেশ

চারিদিকে অশরীরী প্রত্যয়

 

আমি জানি

ইতিহাস ঘাস কেটে চলে

তবুও স্বপ্ন অনেকটা গভীরে

 

আজ নয় কাল নয়

অযথা বাকি কটা সময়

বরং নিজের মতো করে আঁকি

 

শ্রাবণের তেরো ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন