না বলা গল্পের কাহিনী

 


না বলা গল্পের কাহিনী

 

এইসব না’বলা গল্পের ভিতর

অজস্র প্রতিধ্বনি রয়ে যায়

প্রিয় প্রলাপের মতোন

 

সংসারী মানুষ, স্মৃতির আলমারি জুড়ে

ভাঙাচোরা দুঃখশোক, রিফু করা

সুখের চাদরে ঢাকা

 

আমি বনেদী বেয়াদব

আদব কায়দার চৌকাঠ ডিঙিয়ে

ডিঙি ঠেলি, জলে কাদায়

 

অসম্পূর্ণ আয়োজন নিয়ে, জানি

তুমি বা তোমার মতোন কেউ’

ঘুমাওনি এখনো হয়তো

 

এখনো রাত্রি কিংবা দিন

শ্লোকের পংতি জুড়ে

কুরুক্ষেত্রের আয়োজন

 

আমি দূর থেকে দেখি সব

একলব্যের কাটা আঙুলের ঘা

শুকায়নি এখনো

 

৯ই ফাল্গুন’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন