নবান্নের সুখ

 

 

নবান্নের সুখ

 

মেয়েটির অন্তর্বাস জুড়ে রঙিন প্রজাপতি

একটু একটু করে ডানা মেলে নবান্নের সুখ

 

উষ্ণ অভ্যর্থনায় সেজেছে মাটি, বাঁশি

বাজবে বলে উৎকর্ণ সময়, উন্মন রোদ

 

রূপকথার জন্মের আগের গল্প সব

অনেকেই জানে না, শোনেনি আগে

 

তবু ছেলেটি কি অস্থির ছিল সেদিন?

অনুমান করেছিল কিছু? কি হবে কি হয়!

 

২৯শে মাঘ’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন