দেওয়াল ২

 


দেওয়াল

 

আমার বয়সে এসে বার বার

এই আমি থমকে তাকাই

বহুদূর মৃত স্মৃতি বুকে নিয়ে

নাগরিক মিছিল নগরী হেঁটে যায়

 

ফেস্টুন ব্যানার জুড়ে ক্ষমতার সাপলুডো

পেটের দুবেলা ভাত আর

হাড়হাভাতের স্বপ্নের জলপ্রপাত

বাকিটা ঐতিহাসিকের জন্য তোলা থাক

 

এই আমি ভোটার লাইনে

আঙুলের ফস্কাগেড়ো ছাপ নিয়ে

কতবার হৃদয় পোড়ালাম

আসলে প্রতিটা দিনই যার যার তার

 

আমার বয়সে এসে বার বার

এই আমি তবুও থমকে দাঁড়াই

কান পাতি শুনি শোনার চেষ্টায়

কোন ক্ষীণ শব্দ দেওয়াল ভাঙার

 

১১ই ভাদ্র ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন