হলুদ ঘাসের দেশে

হলুদ ঘাসের দেশে

 

কেবল আমি হাত বাড়ালেই সূর্যমাখা দিন ভেঙ্গে ভেঙ্গে

মেঘের জঞ্জাল

সুনয়নীর চোখের উঠোনে

ভূমিকম্পের মত দূর্দৈব

আমার পা ডোবানো জলে

হাঙর কুমীর নয়, মরা নদীর বালি শুয়ে চুপচাপ ঘুমোয়

অস্ফূট শেফালীর গানে পাপড়ি ঝরা সকাল

বিষন্ন ভৈরবীর একতারায় ম্রিয়মান হাই তোলে

আমার হাতের আঙ্গুলে ভালোবাসা বিশ্বাস গুলো সব

ভাঙ্গা কাঁচের মতো রক্তপাতে ঝনঝন করে বেজে ওঠে

প্রেয়সীর শাড়ীর ছন্দের মত প্রাত্যহিক রোজকার চেনা গল্পের প্লটেও

দুঃশাসনের পদাবলী সংঘর্ষ গ্লানির ক্লান্তি জুড়ে

আমার নাম রেখে যায় খোদাই করে

মহাপুরুষদের বাণীগুলি

আমার পদচারণায় হলুদ ঘাসের মতো, স্মৃতি

সভ্যতার কালসর্পযোগ আমার নামাবলি গায়ে

ইতিহাসের পাতা ওল্টায়

 

(০৮/০৭/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন