হবো ইতিহাস

হবো ইতিহাস

 

ডুমুরফুলের সুবাসিত সম্ভাষ

দুমুখো হৃদয়ের পল্লবিত আদুরে ডানায়

অভ্যর্থনা কমিটির সভাপতি

শুভ্রশোভিত ধুতির ভাঁজে ভাঁজে ভোটের নির্ভুল অঙ্ক

এদেশের বুকে গণতন্ত্র নেমেছে

তবুও মিছিলের পায়ে পায়ে আমিও হেঁটেছি

অন্ন বস্ত্র বাসস্থান পকেটে নিয়ে

মাথার মধ্যে ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল

 

কিন্তু এপ্রিল ফুলের জনতা বোঝে না সে সব

উত্তুরে হিমেলে দাবদাহ বন্যার প্লাবনের মতো

শত্রুতার হাত বাড়িয়ে ধরে আত্মীয়ের মতো নিরুপ্রদবের

উদাসীন হাতে

 

ক্ষমতাসীন প্রলেতেরিয়েতের রুচি শিক্ষার আসরে সাদর আমন্ত্রণ

নয়তো ওরা থেকে যায় ওধারে সব রং মুছে গিয়ে তৈরী হয় রাজপ্রাসাদ

প্রচারের আলো ডেকে নেয় ঠিক সময়মতো

বিপ্লব অবুঝ নয় তাই ঘুম

 

(২৮/০৪/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন