হক

হক

 

সামাজিক বিন্যাসগুলো  সুন্দর নয় জেনেও

মরণ কামড় দিয়ে গড্ডালিকাতেই আছি

ঝোলের লাউ অম্বলের কদু বলে তুমি গাল দিয়ে যেও

আমি বেদের গালে সাপের মুখে চুমু খেয়ে যাবো

জেডপ্লাস নিরাপত্তাবলয়ে যাদের মসনদে বসাই

তাদের প্রসাদে আমারও ভাগ আছে

বৈদ্যুতিক চুল্লীতে আগুনের পরশমণি পারেনি পোড়াতে অর্থ বিত্ত গুপ্ত রোগ

তাই পূর্বপুরুষের সংক্রমণ উত্তরপুরুষে দিয়ে যাচ্ছি দেখ

আমাদের ক্রোমোজোমে সংবিধান থেকে আইনি ধারায়

মুখ শোঁকাশুঁকির সুবন্দোবস্ত আছে

তুমি বোধোদয়ের পাতা উল্টাতে পারো

মালা দাও জন্মদিনে মহাপুরুষ অবতারের গলায়

আমি ফুলের বরাত নেব

 

কি পবিত্র এই দেশ দেখ

গঙ্গাজল আচমনে তুমি আমি সত্যবাদী

জনপ্রিয়তায় পার পেয়ে যায় খুনি

 

 (০৬/০৪/২০১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন