স্মৃতিসৌরভ

 স্মৃতিসৌরভ

 

মৃত্যুনদীর ঢেউ ভেঙ্গেছো তুমি

 শ্রাব দিনের সন্ধ্যা তারার সাথে

স্মৃতির খেয়ায় আজকে যত কথা

তোমার সাথে নিভৃত সংলাপে

 

তবুও দেখ সেই তো তুমি আজ

আমার মাঝেই চলছে তোমার কাজ

এই যা কিছু লিখছি হাবিজাবি

জীবন খোঁড়ার তোমার আমার চাবি

 

এই যে আমার দু হাত দিয়ে ছোঁয়া

আবিশ্ব এই প্রেমের তরী বওয়া

দুঃখ দিনের দারুণ দহন তাপে

উতলা হওয়া, সেওতো তোমার মাপে

 

এক জীবনে তোমার কাটা পথে

কতজনাই চলছে জয়রথে

সে আনন্দে তোমারই পরশ পাই

কে বলেছে কোথাও তুমি নাই?

 

আজকে তোমার চলে যাওয়ার দিনে

আজকে তোমার স্মৃতির স্মরণে,

তাকিয়ে দেখি ভূবন জোড়া আলো

হয়নি কোথাও এতটুকুই কালো

 

এই বিশ্ব মৃত্যু অভিমুখে

যতই চলে দুঃখে এবং সুখে

জীবন তোমার অবিনাশী গান

মৃত্যু ধোয়া অনিঃশেষ প্রাণ

 

(শ্রাবনের এক দিনে)

জুলাই ২১’ ২০১২

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন